সে যে আমার জননী
আমার বাংলা ভাষা,
শুভ্র বসনে স্নেহশীলা হয়ে
প্রথম শেখালে কথা  
আধফোঁটা বোলে ছন্দ তুলে
নদী কলতানে সুললিত গাঁথা,  
আকাশ বাতাস ঝরনার রাগে
জুড়ালে সব ব্যাকুলতা
তালে তালে হাত ধরে
সাথে সাথে মধুর বেড়ে ওঠা,
কোকিল পিউকাঁহা শালিক
সর্বত্র দেখালে কপোতের ভালবাসা
চড়ুইয়ের ছুটোছুটি বনবিতানে
নূপুরের নিক্কনে ময়ুর পেখম খাসা,  
পরম সুখে বক্ষমাঝারে
আশ্রয় দিলে নিশ্চিন্তে
পারবে না কেউ কেড়ে নিতে
পারবে না ফোটাতে কাঁটা বৃন্তে,
সে যে আমার জননী
আমার বাংলা ভাষা ।।