প্রত্যাখানের আঘাতে
বিবর্ণ নির্দিষ্ট প্রতিশ্রুতি  
কলঙ্কিত হয় না কেউ
শুধু কলঙ্কিনী তুই,
নিরঙ্কুশ অঙ্কুরনে নিষ্পাপ প্রাণ
মাতৃ জঠরের আঙিনায়
যন্ত্রণায় ঝাঁঝরা
ব্যাথা ভরা বুকে শুধু তুই,  

সব প্রতিবন্ধকতা ভেঙ্গে
মনের কলুষতা দূর করে
মাতৃ আহ্বানে  
রক্তধমনীর স্পন্দনে শুধু তুই,
প্রতিশ্রুতি ভুলে গিয়ে
স্নেহের জ্বালায় আবেগ নিয়ে
কলঙ্কের বোঝায়
বেঁধে রাখ তাকে শুধু তুই ।।