হে মানবতাবাদী আন্দোলনের প্রতীক
কলুষিত সমাজ সংস্কারের আঙ্গিকে  
ভেদাভেদের বাঁধন ভেঙ্গে
তুমি রচনা করলে
মানব-ইতিহাস ।  

নব চিন্তার উন্মেষে
বিপ্লবে ওঠে নীতিবোধের ঝড়
কলুষ আঁধার পেরিয়ে তুমি দেখালে
অন্তহীন আকাশে আলোঝলমল সুখতারা
ভোরের শিশিরে সোনাঝরা রৌদ্রের জাগরণ ।

নীল সাগরের অতল ভাণ্ডারের সমৃদ্ধি নিয়ে
শোভিত করেছ জ্ঞানের হৃদয় কুঞ্জ
পুষ্প কমলে সাজিয়েছ মানপত্র
বিভূষিত স্বর্ণ পদকের চরনে
উৎসর্গীকৃত পরম জীবন ।

ঘন কুয়াশার আস্তরণ
ম্লান হয়ে যায় তোমার স্পর্শে
উন্মুখ আবাল বৃদ্ধ বনিতা যেতে চায়  
পঙ্কিল পথ ছেড়ে তোমার স্বপ্নের দিগন্তে
মানবতাবাদী আন্দোলনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ।।