আলো ছায়ায় –
মহা মিলন বেলায়,
এলে তুমি কে গো ?
ঝড়ের উন্মাদনায় –
কোন মায়ার খেলায় ।
রুদ্রবেশে –
আকাশের বুকের মাঝে,
রক্তিম চাহনির হিন্দোলিত ছন্দে
দুন্দুভির তালে –
মহা প্রলয়ের মাভৈ সাজে ।
চঞ্চলা রূপে –
হারানো বাঁশির সুরে
এলে তুমি কে গো ?
ফিরিয়ে দিলে দৃপ্ত ঢেউয়ের উচ্ছাসে
মুক্তির নব আনন্দের মহাপুরে ।।