বাংলা সাহিত্যে প্রথম মৃত্যুঞ্জয়ী তুমি
গাই সবে যুগে যুগে তোমার স্তবগাঁথা
‘বন্দেমাতরম’ ধ্বনিতে গর্জে ওঠে দেশ  
জাতীয় সঙ্গীত স্রস্থা, তুমিই জাতীয় সাহিত্যের মাথা,
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক  
সারা ভারতে তোমার মাধুরী, তোমার ছন্দ
ব্রিটিশদের সাথে কাজ করেও  
দেশপ্রেমে তাদের সাথে দ্বন্দ্ব,
কপালকুণ্ডলা-আনন্দমঠ-দূর্গেশনন্দিনী
বিষবৃক্ষ-দেবী চৌধুরানী-মৃণালিনী  
ঘরে ঘরে আজও বাস্তব হয়ে ফেরে
এছাড়া আরও কত বিরল সাহিত্যের কাহিনী,
অনন্য অনুভবে গুরু গম্ভীরতায় করেছো রচনা
রসিকতায় ভরা কমলাকান্তের উইল
এই ছদ্মনামে ঢুকে পড়েছ হৃদয়ে  
প্রতিটি বাঙালী-পাঠক আনন্দে অনাবিল ।।  

             ***

( সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের জন্মদিনে শ্রদ্ধার্ঘ )