কাশফুলের ঝাড়ের মাঝে
শুভ্র আশার ঝলকে
খেলে যায় মায়াবী জ্যোৎস্নার ঢল
শরতের পলকে,
ধান গাছের শীষের দোলায়
শারদ-শিশির ঝরে পড়ে
মুক্তোয় আঁকা শ্বেত-পত্র থেকে  
বিন্দু বিন্দু হয়ে হাতের করে,
মেঘের পালকে সুদূর দিগন্তে
হেলে পড়ে মুখচোরা চাঁদ
রাতের অচেনা দৃশ্যপট সরিয়ে
এক স্ফুলিঙ্গ ধেয়ে আসে নিখাদ,
শিরশিরে বাতাসে কথাকলি ভাসে
নীরব রাত চাপা পড়ে আকাশে
সুরের ছন্দে সুরের তানে
ঝরা শিউলির আলাপন উচ্ছাসে,
হলুদ শাড়ির আঁচল উড়িয়ে
বাঁকা দৃপ্ত চাহনির হাসিতে
দিগন্তের সম্রাজ্ঞী অবতরণ করে
সবুজ-মেলার বাঁশিতে ।।