অতীতের কিছু স্মৃতির সংমিশ্রণে  
বর্তমান দেখে মুখরিত ভবিষ্যতের স্বপন
কভু হয় তা প্রানোজ্জল, কভু দুঃখের আঁধার
হাল না ছেড়ে বর্তমান তবু করে চলে আশার বপন ।


প্রকৃতি সময়ের আবর্তনে আসে কত দিন-রাত  
কেটে যায় কত গ্রীষ্ম, কত শীত, কত বসন্তের বেলা  
সিঁড়ির দোলনে জীবনের ওঠা-নামায় কত ব্যাথা-বেদনা
তবু বর্তমান খেলে চলে স্বপ্নের চোখে আলো-আঁধারির খেলা ।


নতুন আশায় বুক বেঁধে এগিয়ে চলে বর্তমান
থেমে থাকেনা বাঁধন-ডোর, শেষ হয়ে যায় অমানিশা
প্রজাগতিক নিয়মের অনুশাসনে ভাসে জীবন-সত্যের ভেলা
প্রতিটি ভোরের নতুন সূর্যে বর্তমান দেখায় নতুন পথের দিশা ।।