তারে লেগেছিল ভালো
স্বপ্নে ধরা দিয়েছিল বারংবার,
বুঝিনি প্রেমের গভীরতা কি ?
মনের অন্তঃপুরে চলেছিল তোলপাড় ।


কৈশোর পেরিয়ে যৌবনের সন্ধিক্ষণে
জ্বালিয়েছিলেম দু’জনে ভালবাসার আলো,
মোমের মিষ্টি আলোয় দু’জোড়া চোখ
করেছিল শপথ ঘুচাবে আঁধার কালো ।


বসন্ত-পলাশের রক্তিম আঙ্গিনায়
উচ্ছল হয়েছিল হোলি, রঙের মুগ্ধতায়,
লাল মেঠো পথ ধরে হারিয়ে গিয়েছিলাম
বাউলের সুরে-সুরে সৌন্দর্যের অপরূপতায় ।


রিম-ঝিম-ঝিম বৃষ্টিতে ভিজে
কত কথা বলেছিলাম বাতাসের কানে-কানে,
রামধনুর সাত-রংয়ের চাদর গায়ে মেখে
নতুন সুরে নতুন তান বেঁধেছিলাম গানে-গানে।


চাঁদের মুক্ত পরশে বয়ে এসেছিল রঙিন স্বপ্ন
যা সময়ের হাত ধরে পেয়েছিল পরিপূর্ণতা,  
নতুন আশার মালা গেঁথেছিল স্বপ্নিল প্রেম
জীবনের গতিতে এসেছিল সতেজ সফলতা ।।
         ******