তখনো রাত অনেক বাকি
খোলা আকাশের নীচে
তুমি আমি –
পাশাপাশি মুখোমুখি,
জলপ্রপাতের ধারার স্রোতে
ভেসে যাই মেদুরতার প্লাবনে
পাকা ধানের ক্ষেতে
মেঠো পথে জ্যোৎস্না রাতে,    
মাথার উপরে আলোঝলমলে আকাশ
ভাসমান পেঁজা তুলোর ভেলা
আর দূর হতে পাগল করা  
বুনো হাসনুহানার মৌ মৌ গন্ধ,
কেউ কোথাও নেই    
হেঁটে চলেছি –
শুধু তুমি আর তুমি
তখনো রাত অনেক বাকি... ।।