তোমার দু’চোখ জুড়ে
জমে থাকা মেঘ
কালবোশেখির ঝড়  
উড়িয়ে দিল এক নিমেষে ।

তোমার ঘন কাজলের টানে
এবার নামল বৃষ্টি
দিগন্ত থেকে দিগন্তে ছেয়ে গেল
কালো নিকষ জালের সমারোহ ।

তোমার বাতাসী অভিমানে
বেজে চলল দামামার সুর  
আকাশের কোল ঘেঁষে
তড়িতে খেলে গেল বিদ্যুৎ ।

তোমার নতুন ছন্দের তালে
ফুটে উঠল থর থর কাঁপণ বুক
সাতরঙা রামধনুর রঙিন আবিরে
রাঙিয়ে দিল স্বপ্নজোড়া দু’চোখ ।।