তোমার সাথে দেখা আমার জ্যোৎস্না  একাদশে;
হরিণ দুটি নয়ন তারায়, রজত কিরণ মিশে –
মনে হয়েছিল যেন দিগন্ত সংবাদ
আমরা দুজন দিব্যলোকের পরম আহ্লাদ।


ইচ্ছে করেছিলেম আমি,চাঁদনি সোহাগ যদি,
অধর  এবং ওষ্ঠে আমার ঢেলে গেছে নদী;
ছুঁড়ে দিলেম না হয় তোমার সর্বাঙ্গ ভরে
একাদশীর ইশারাতে আকাশগঙ্গা পারে।


কল্পতরুর  আবডালে ওই চকোর চকোরি
হঠাৎ উধাও চপল দুজন উড়ছে তড়িঘড়ি।
ছড়ায় ওরা নিরুদ্দেশে, মন্দাকিণীর আশেপশে;
তোমার-আমার কিংবদন্তী প্রেমের রূপচাঁদ
আমরা দুজন দিব্যলোকের পরম আহ্লাদ।


আজ গোধুলির আলোছায়ায়,নদীর বুকে  ঝড়ের খেয়ায়্‌
হারাতে হয় হারিয়ে যাব মৃত্যুরঙীন বনে,
নাহয় শরীর মিশুক ধূলায়;
সুরের অনুরণনখানি জাগে নিবিড় প্রাণে।
দীপান্বিতার আলোকবার্তা সত্য অনির্বাণ
তোমার আমার প্রতিশ্রুতি অনন্ত অম্লান ।।