আজ রাত ভরে বৃষ্টি হবে জানি ;
যদিও শুক্লা একাদশী রাত! তবু জানি বাদলা রাতের ষড়যন্ত্র-
কড়া পাহারার পায়চারি যেন জেলখানার গরাদের মত
আমার কপালটা রক্তাক্ত করবে ।নাহয় করুক
একফোঁটা রক্ত দিক ভাসিয়ে ধারায় বৃষ্টি হাওয়ায় !
তুমি আছ অপেক্ষায় কদম্বের তলে ।
চাঁদনি কুয়াশা ঘেরা বৃষ্টির খেয়ালে ,
কখনো হয়তো ভিজে মাট্‌ সুবাতাসে গন্ধ ছড়িয়ে ,
তোমায় প্রাণিত করে আশ্বাস দিয়ে -
আসবই বাদলের সব বাধা ঠেলে ;
ধরি তো ধরব ছদ্মবেশ - জরাবো সর্বাঙ্গ জ্যোৎস্না আঁচলে !


গরাদের ভিতর হল রাত্রি গভীর ;
বাদল প্রহরী যত মনে হল নিদ্রায় স্থির ।
তবে কি এসেছে অবকাশ  ? দুজনার দীর্ঘশ্বাস  ,
কদম্বের গন্ধ মেখে বিগলিত আনন্দে সুখে  ,
আত্মহারা আলিঙ্গনে গন্ধর্বের দেশে পৌঁছুবে অবশেষে  !


যাব যাব ভেবেছি যখন প্রহরীর গর্জণ
শোনাল যে বাণী-গরাদের অন্তরালে আমার হৃদয় জালে
বন্দী হয়ে আছ তুমি- প্রেমের পরাগ ওগো অন্তর্যামি !
বৃষ্টি হয় হোক যত শুক্লা একাদশী রাত মুছে দিল গ্লানি ;
চঁদ আর চাঁদনির মত একাকার দুজনায়
আজ রাত ভরে বৃষ্টি হবে জানি !