ভাল থেকো ,ভাল থেকো যেমন রয়েছে ভাল্‌
দল বেঁধে বেদে আর বেদেনীরা বাঁশিতে ডেকে
যেমন রয়েছে ভাল নীড় ছাড়া বিহঙ্গেরা গগন রোয়াকে
ভাল থেকো ভালবেসে মনের স্বপ্নদীপ জ্বেলো
ভাল থেকো সোনালি রোদের দিনে জরো করে মুঠো মুঠো আলো


আমি ভাল আছি কেন জানো?
আমার বাগান ভরে ফুটেছে হরেক ফুল -
অলিরা এসেছে ভীড় করে ।
দিবসের শেষ ভাগে অপরাহ্ন বেলায় ,
ফিরে যেতে যেতে তবু বলে বলে যায় -
তুমি মানো অথবা না মানো  ,
তোমার জীবনবৃত্তে যদি কিছু থেকে থাকে ভুল ,
সে তোমার অস্পষ্ট প্রেম জুরে ;
পারতো সম্পূর্ণা হও সময় রয়েছে এখনো ।


সেদিনের পর আমি শিখেছি অনেক ;
ভাল থাকা সম্ভব- যখন অতন্দ্র প্রহরায় আমার বিবেক ।
মানুষতো মানুষেরই জন্য, জীবনের প্রয়োজন জীবনের ডাক ;
ওইখানে সযত্নে করেছি রোপন ।
জানি ক্রমে সারিবদ্ধ মহীরুহ যত, নির্মাণ করবেই নিশ্ছিদ্র বন ।
বিবেকের কঠিন শাসন রাখবেনা ফাঁক !


আমি ভাল আছি কেন জানো ?
তোমাকে বেসেছি ভাল- যেমন নির্ঝরিণী থামায় না গান ;
যেমন পুষ্পপাতে অবিরাম জেগে থাকে সুমধুর ঘ্রাণ ;
যেমন নদীর ছন্দে স্মিত হাসি খেলা করে তরঙ্গ দোলনায় ;
যেমন বৃক্ষ ছায়া মেলে পর্বত চূড়ায় !


তুমিও বাসবে ভাল জানি, আমাকে তেমনি ;
এসো তবে গান গাই আনো বীনা আনো !