হারিয়ে গেলেন কেন রসকল্পতরু ?
ভাল কেটেছিল আপনার ছায়াতল :
সেদিন রসিক ছিলেন আপনি ।
জরা ব্যাধি মৃত্যুর মত রসটলটল,রসেরচরা তারপর নীরস অবশেষে বিরস ,এমন পরম্পরা জানিনি আগে ;


জানিনি রসধারায় নিষেধ জারি হয়
জাতি-ধর্ম বর্ণের কঠিন বারণে অবারণ মুক্তির ঠিকানা ঢাকা পড়ে যায়
কবিতা তখন চাঁদের আলোয় জ্যোৎস্নময়ী নয় ।
ঝাড়বাতির ঝলকানিতে বিছিয়ে দিয়ে হৃদয় ,
অপেক্ষা করে মুষল ধারে পুষ্পবৃষ্টি ঝরবে অকস্মা :
অথচ ফুরায় রাত !


ঝাড়বাতি নিভে যায় অন্ধকার জমে থাকে কোনায় কোনায় :
কবিতার অট্টহাসি শোনা যায় দূরে -
বেসুরো ঝাড়ের তারে ঝুলে আছে আলোর কঙ্কাল;
কখোনো ফিরবে না আর হবে না সকাল !


তাই আবেদন । তুলে দেওয়া হোক যত নিষেধ বারণ :
কবিতার আপেক্ষিকতায় ,
স্থান-কাল-পাত্রের শেষ জিজ্ঞাসায় ,
হোক তবে শুরু  -
তাপসের নিবিড় ধ্যান মেনে নেবে অর্জিত জ্ঞান -
তপোবন আলো করে বেঁচে থাক চিরকাল রসকল্পতরু !