তোমার জন্য আমিও রয়েছি
আমার জন্য কি তুমি?
উত্তর দিতে পারবে না
জেনেও প্রশ্ন করেছি আমি।
এতটা বছর পেরিয়ে এসে
আজ এই কথা কেন?
খুব স্বাভাবিক এই প্রশ্ন
তুমি আমায় করতে পারো।
দিন গেছে, রাত গেছে
গেছ্‌, কত বছর পেরিয়ে।
আজকে যেন বাজছে বাঁশি
অজানা এক নতুন সুরে।
দেখছি যত ভাবছি তত
যত শুনছি তোমার কথা,
মনকে আমি প্রশ্ন করি
এই কি আমার সেই মল্লিকা?
কোথায় গেলো সেই আবেগ জড়ানো
তোমার মধুর হাসি,
কেন আজ তুমি শোনালে না
সেই চেনা কথা ------
“কালকে আবার দেখা হবে, আজ তবে আসি”।
      -----------