রোজ যেখানে বাসে উঠি আজও সেখানে দাঁড়িয়ে
হঠাৎ শুনি কানের কাছে কে যেন বলে ফিসফিসিয়ে
ওগো, তোমার জন্য রোজই আসি সকাল দুপুর সন্ধ্যে
এক বারও তুমি ফিরে দেখলেনা আমার দিকে তাকিয়ে?
একবার নয়, দুই বার নয়, বলল সে কয়েক বার
ফিরে দেখি আর কেঊ নয়, আমারই খেলার সাথি
যে আমায় দিয়েছিল তার জীবনের বড় উপহার.
কালের স্রোতে গিয়েছিলাম ভুলে
ছিল না কথা মনে তার
এক নিমিষে চারি দিকে যেন
হলো আলোয় আলোয় একাকার।
দিলাম কথা আমি তারে ধরে গালের চিবুক
ভুলবো না আর কোনো দিন যতই বাধা আসুক।