তুমি আছ আকাশে এক ফালি চাঁদ হয়ে
তপ্ত শুষ্ক ধরণীতে তোমার আলো নেমে আসে
এখানে সেখানে পাতায় আর ঘাসে।
আমি কুড়ায়ে নেই সব, মাখি গায়ে
স্নিগ্ধতা শুদ্ধতা সব যেন আছে তাতে।
জানতো, আমিও আলো হব
চকমকে ঝকমকে আলো
আলো হয়ে আলো ছুঁতে যাব আমি।
অনেক আলো, যেখানে আলোর বন্যা সেখানে যাব
ভেসে যাব, হারিয়ে যাব, আর ছুঁয়ে দেখব তোমায়
ছুঁয়ে দেখব আমার অপরূপ সুন্দর চাঁদকে।