যে দিন দেখবে হৃদয় আকাশে
সব মেঘ কেটে গেছে
বুঝবে আমি এসেছি ফিরে
সেই আগেকার মত করে।
হৃদয়ের দুকূল ছেপে যেদিন
আনন্দ উছলে পড়বে
চারিদিক মুখরিত হবে আনন্দ ছন্দে
বুঝবে আমি এসেছি ফিরে
উল্লাস দিতে প্রাণে।
আধারের ক্ষণ গুলি
যে আলোর দীর্ঘ প্রতীক্ষায় ছিল
অনেক অপেক্ষায় অপেক্ষায়
আধার হয়েছিল আরো কালো
হঠাৎ সে আধার কেটে
প্রভাতের রঙ যদি দেখ
বুঝবে আমি এসেছি ফিরে
ভরিয়ে দিতে তোমারে।
চির বিষাদের ক্ষণ কেটে
মলিন মুখ খানি যদি
জেগে ওঠে নব প্রাণের আনন্দ উচ্ছ্বাসে
সব ব্যথা দূর হয়ে
অনাবিল কি এক আবেশে
হৃদয় যদি ভরে ওঠে
বুঝবে আমি এসেছি ফিরে।
ছন্দ হারা জীবনে যদি
হঠাৎ করে ছন্দ আসে
সেই ছন্দ যদি অবারিত
আনন্দের সুর তোলে
মুখরিত যদি করে দেয় তোমারে
বুঝবে আমি এসেছি ফিরে।
দিকে দিকে হাহাকার শূন্যতার তীব্র জ্বালা
সব শেষ করে পূর্ণ করে যদি কেউ তোমারে
বুঝবে আমি এসেছি ফিরে।