বসন্ত আসবে যে!
দেখবেনা তারে?
তারে যে খুব ভালবাস
কেন তার সাথে কর অভিমান।
তার অনন্ত সেই রুপ!
মুগ্ধ হতে যারে দেখে
তারে না দেখে কেন চলে যাও?
সে যে তোমারই বসন্ত।
নবীন হয়ে ফিরবে সে
তোমারই জন্য বারে বার।
সে তার রুপে গন্ধে আবেশে
তোমাকেই যে জয় করতে চায়
কেন তারে ফিরাও?
কথা তারে দাওনি
ফিরাও তো নি তারে
কেন তারে কষ্ট দাও
সে যে তোমারই প্রতীক্ষায়।
গত বার সে যখন এলো
দেখ নি তারে, বলেছ অভিমান
কেন দেখ নি, কেন তারে দু:খ দাও?
সে যে কষ্ট পায় বড়ই কষ্ট।
এবার যখন আবার এলো সে
তখনো বসন্ত বিরাগ তুমি।
সে এসেছে ফিরে রুপে লাবন্যে
সে এসেছে ফিরে ফুলের সৌরভ নিয়ে
যারে তুমি অনেক ভালবাস।
সে আজ বিমূর্ত নয়
সে আজ মূর্ত শুধু তোমারই জন্য
সে এসেছে ফিরে তার সব দিতে আজ
তবুও কি তারে বরিবে না?
দেবেনা ঠাই তারে তোমার কবিতায়?
তবে হয়ত সেও করবে অভিমান
যে অভিমান কোন দিন ভাঙবে না।