তরী খানি ছাড়ো জোরে
আমায় নিয়ে চলো
অনেক দূরে যেতে হবে
সময় যে আজ হলো।
সকল মায়া ছেড়ে দিয়ে
অনেক কাজের পরে
তবেই আমি এসেছি আজ
যেতে আপন ঘরে।


তরী তোমার এখনো অচল
কেন কর দেরী
যেতে হবে অনেক দূরে
সকল বাধা হেরি।
বলছি আমার ত্বরার কথা
তবুও তুমি চুপ
আপন মনে আপন ধ্যানে
রয়েছ নিশ্চুপ।


আপন ধ্যানে মগ্ন ছিলে
হঠাৎ যেন কি ভেবে
মুখ ফিরিয়ে বল্লে আমায়
আমায় নাহি নেবে।
জানিনেতো কি কারণে
হলে না যে রাজি
তবু আমি বলি তোমায়
যেতে হবে আজি।
এই পথে তো রোজ ই যায়
কত এমন জনা
আমাকেও তুমি নেওনা আজি
আর করো না মানা।


হঠাৎ তুমি বল্লে আমায়
অনেক সময় পরে
"কি এনেছ নিতে আজি
তোমার আপন ঘরে?"
এমন কথা আমার মনে
আসেনি হায় আগে
নেবার কথা হঠাৎ যে তাই
মনের মাঝে জাগে।


শূন্য হাতে হবেনা যাওয়া
হবে নাতো তারে পাওয়া
ফিরনু আবার তাই যে আমি,
"পূর্ণ" হয়ে তবেই হবে যাওয়া।