ভুলতে গিয়ে যায় না ভোলা
আরো যেন যায় পড়ে মনে
হৃদয়ে আসে বারে বারে
ভুলতে দেয় না কোন ক্ষণে।
মন থেকে হায় যায় না ফেলা
কেমন করে ভুলব তারে
স্মৃতি যত তার আছে মোর মাঝে
তারা ভুলতে তারে দেয় না রে।
ব্যথা দিয়ে তারে কেমনে ছাড়িব
মনে যে পড়িবে হায়
এত যে বাসে ভালো এত যে কাছের
কি করে তারে ভোলা যায়!
তবু যেন তারে ভুলিতে হবে
পাষাণ বাধিয়া বুকে
যত পাই দুখ সবই মেনে নেব
সে যদি থাকে সুখে।