ছোট্ট একটা নদী
চলে নিরবধি
সুখ নাই দুখ নাই
মনে কোন আশা নাই
নিজেরে শুধু সঁপে দেয়
সাগর অবধি


কোন এক দিন
এক সে অচিন
নতুন এক নদী
মিশে তার সাথে
বয়ে যায় দুই জনে
কি যে এক আকর্ষণে
কত হাসি কত সুখ
দুজনেই ভরে বুক
কি যে এক গতি থাকে
দু'জনেই গান হাঁকে
হঠাৎ করে কি হল
গতি যেন থেমে গেল
অচিন নদী মিশে গেল
সাগরের সাথে


নদী শুধু পরে রয়
অচিনেরে মনে লয়
ব্যথা লয়ে বয়ে যায়
আর শুধু স্মৃতি পরে থাকে।