এই নদী টল টলে জল যার, বয়ে গেছে দূরে
তার-ই তীরে আমাদের নতুন জীবন
প্রত্যুষে যার ঝল-মলে আলো রাঙিয়ে দেয় সব
নব জীবনের হাতছানি স্রোতের ঢেউ-এ ঢেউ-এ।
আশার তরণী এসে ভীরে খুব কাছে, অপেক্ষা ছাড়াই
ইচ্ছে পর্যন্ত যার গন্তব্য,  সে তরী তৈরি যেন আজ
কত দূর যাব মোরা? কত দূরে গেলে হবে ইচ্ছে পূরণ?
সব নিয়ে বয়ে যায় আমাদের জীবন, বয়ে যায় নদী
বাঁকে বাঁকে দেখা হয় জীবনের নতুন কোলাহল
আর সঙ্গে থাকে স্নিগ্ধ শীতল শীতলক্ষ্যার  জল।