ছোট্ট ছিলেম ছিলেম ভালো
ছিলেম সবার চোখের আলো
ভালবাসার পরশ খানি
সবাই মোরে বুলিয়ে যেত
সবার কাছে ছিলেম আমি
প্রিয় জনের মত।

কাটত যে দিন আনমনে
সবার সাথে হেসে খেলে
দুঃখটাকে কান্না দিয়ে
ভুলিয়ে দিতেম একেবারে।
ছিল না কোন বিরহ ব্যথা
কষ্ট যাহা দেবে মোরে।
ছোট্ট ছোট্ট অপরাধে
কাটত যে দিন কেবলিরে
কেউ কিছু বলত নারে
ছোট্ট আমি বলে।
রাগ আমি হলে'পরে
বলতাম যারে যাচ্ছেতাই
সেই রাগ ভাঙাত মোর
মাথায় নিয়ে অপরাধ সবটাই।

এখন কি আর তা আছে
ভাবি কেবল বসে বসে
বড় করে সবই নিয়েছে কেড়ে
অদৃষ্ট তার পরিহাসে।
এখন যে কেবলই ভাবি
সুখ যে ছিল প্রতি ক্ষণে
মোর শিশু কাল টি ঘিরে
ইচ্ছে করে কেবলই যেতে ফিরে
ছোট্ট বেলার সেই দিনগুলোতে।