হে আমার বাংলাদেশ
তুমি কি নিজেকে স্বাধীন বলে দাবী কর?
হ্যা, আমি স্বাধীন
৩০লক্ষ প্রাণের বিনিময়ে আমার জন্ম
৭১-এ দীর্ঘ ৯মাস যুদ্ধে অর্জিত আমি।
না,তুমি স্বাধীন নও
পরাধীনতার বাঁধন থেকে এখনও
বেড়িয়ে আসতে পারনি তুমি
নিচুদের এখনও উচুদের সামনে কথা বলার
স্বাধীনতা নেই
নেই চাকরীর স্বাধীনতা
নেই সৎপথে চলার স্বাধীনতা
সত্যকথা বলার স্বাধীনতাও নেই
নেই ভোট দেয়ার স্বাধীনতা
ধর্ম নিয়ে রাজনীতি দমন করার
স্বাধীনতা তো নে-ই
তারপরও তুমি কিভাবে স্বাধীন?
তোমাকে পরাধীন বলে আখ্যায়িত করলাম।
কি, লজ্জা করে?
যদি লজ্জা করে তাহলে সত্যিকার স্বাধীন
হয়ে দেখাও
আর যদি না পারো তাহলে নিজেকে স্বাধীন
বলে ১৬ই ডিসেম্বর বিজয় উৎসব করো না