সাদা খাতা আঁকি বুকি
শূণ্য মন উঁকি ঝুঁকি
রুদ্ধ প্রাণ তপ্ত বায়
একলা পথিক গল্প গায়
উচ্চ শির দৃপ্ত বীর
এগিয়ে চল, লয় ধীর,
উজ্জ্বল দৃষ্টি পরিচিত হাসি
সাঁঝ এর বাতি, মন খারাপ বাঁশি
লুকোনো প্রেম , চুপিসারে দেখা
আসবে আবার কবে গো একা ?
লাজুক বদন ,আনত নয়ন
কত না বেদন, শ্রাবণে রোদন ॥
প্লাবন নিশ্চিত বাঁধ ভাঙ্গা জল,
অকূল পাথার, পাইনা যে তল॥
অবশেষে ,এবার তবে আমার হবে!
পাহাড়ী নদী সাগর পাবে ॥