এই রুদ্ধ শহুরে শিকলে যখন হাঁপ ধরে যায়,
হৃদয়ের অলিন্দ জুড়ে নেমে আসে মন খারাপের কোলাহল।
ছুটি চায় মন এক মেঠো পথের অচেনা বাঁকে-
আলসেমি আড়মোড়া ভাঙে।


বিষণ্ণ পথিকের অসহায় ক্লান্তি কেটে যায়।
সবুজ মাঠের ঘাসফড়িং ছুঁয়ে দিয়ে যায় অদ্ভুত মুগ্ধতায়!
পড়ন্ত বিকেলের ঘোর লাগা রঙিন আকাশে,
অভিমানী রামধনু ছবি আঁকে।


মনে পরে যায় সেই সদ্য যৌবনের অসহায়তা,
জানলাতে কতো লাল নীল  প্রজাপতি দের আনাগোনা।
মুঠো ভরে থাকে, আগামীর গেরুয়া আকাঙ্খায়!
অঙ্গীকার আঙ্গুল ছুঁয়ে থাকে।


নিজের অজান্তে অতীত সহসা মুখোমুখি,
জলছাপ স্বপ্ন গুলো ধুয়ে গেছে অলীক সুখের আয়নায়।
তুই বুঝি, গত জন্মের বেদনার আলিঙ্গন-
দুঃখ পোকা গোপনে গুমরে ওঠে।


১১.১১.২০২২
কলকাতা