বহমান সভ্যতার আজন্ম লালিত কিছু প্রথা,
আঁকড়ে ধরে এগিয়ে চলার ব্যথা,
প্রতি মুহুর্ত ভাল মন্দের টালমাটাল ,
পিছিয়ে যেতে যেতে ফিরে আসার হিল্লোল।


যুগের আবর্তে পাল্টেছে মানবী-রা,
ঘুরতে পারত কর্ণের ও রথ চাকা,
চেনা ছক ভেঙ্গে চেক মেট হল রাজা!
অঘোরে প্রাণ হারাবে শুধু কেন প্রজা?


পূর্ব নারী-রা দেখিয়ে গিয়েছে আলোর পথ,
হেঁটে যেতে হবে বহুদূর ছায়াপথ,
দিতে হবে প্রমাণ; দরকার শপথ,
হোক দুর্গম কণ্টক ময় গিরিপথ।


ঘুড়ি লাটাই এর সুতোয় পড়ছে টান,
চেনা মানুষের অচেনা পিছুটান,
এগোচ্ছে সময়, বাড়ছে আলোর বৃত্ত,
মিলিয়ে যাবে এ আঁধার, দিনান্তে অপরাজিত চিত্ত॥