কি দ্যাখো এমন করে?
কিভাবে রূপোলী রেখায় ঋদ্ধ হচ্ছে এ জীবন,
আমাদের লাল নীল সাংসারিক অবগাহন,
বোঝা ও বোঝাপড়ার সূক্ষ্ম টানাপোড়েন,
দেখা অদেখার মাঝের শূণ্যস্থান,
সময়ের প্রলেপে ফাঁকা পড়ে এ উঠোন!


জীবনের ধর্মে বয়ে গেছি সময়ের উজানে ,
শরীর চিনেছে শরীরকে অমোঘ টানে,
তীব্র অনুরাগে দাহ হয়েছি এ তনুমনে,
আর আজ উন্মাদনার অবসানে-


অনায়াস অভ্যাসে দ্বিধাহীন দায়িত্ব পালনে,
বয়েসের ভাঁজ আজ শরীরের অঙ্গনে,
ইছামতী আজও নীরবে বয়ে যায় জানি,
হৃদয় গুমরে ওঠে, বাণপ্রস্থের হাতছানি,


জীবন সায়াহ্নে সবই অতীত,
হিসেব কিসের? লাভ আর ক্ষতির-
এগোচ্ছি গন্তব্যে, এটাই রীতি।
পঞ্চ ভূতে সবার ইতি!


৬ই ফেব্রুয়ারি' ২০১৯