সেই সুন্দর হাসিটা না!
দূর থেকে দেখলে মনে হত খোলা আকাশ ছুঁয়ে গেলে!
কাছে এলে মনে হত এক ঝলক ভোরের টাটকা বাতাস,
নাম না জানা কতো ফুলের সুবাস-
ঝড় উঠত ভাবনার পালে!
সেই সুন্দর হাসিটা না!
যার পরতে পরতে নিজেকে হারিয়ে ফেলার আশঙ্কা,
রামধনুর আড়ালে বৃষ্টি, রোদের আড়ালে মেঘ!
পথ হারা পথিকের তৃষিত দৃষ্টি- লুকোচুরির রেশ!
সেই সুন্দর হাসিটা না!
যার প্রতি শব্দ বয়ে আনে, ঝরনার মুখরিত প্রাণ!
জোছনার অদ্ভুত আলোয়,চাঁদের হাসি-
পিছিয়ে নিয়ে যায়!
সেই চেনা হাসি টাই তো!
ছন্দে ছন্দে কম্পনের সমাপতন, মোনালিসা!!!