তোমার চোখে জল
জল নয় তো মুক্ত বিন্দু বিন্দু

আমার চোখেও জল
জল নয় তো দুঃখ-সিন্ধু

তোমার ক্ষত অনুমেয়
আমার আটলান্টিক

দু'জনেই দিশেহারা
কুয়াশায় ঢাকা চারিদিক

জলে ভাসে নানান স্বপ্ন
স্বপ্নে ছিল ভোরের শুকতারা

কাটবে আঁধার মিলবে দিশা
হয়তো সুতোয় বাঁধবে তারা ।