এক পারেতে বি এস এফ
আরেক পারে বি ডি আর
মাখখানেতে দাঁড়িয়ে আছে
শক্ত বেড়ার কাঁটাতার ।
ঘোড়া গরু ছাগল হাতি
দু'পারেতে যেতে মানা
কিন্তু দেখি পাখির বেলা
নিয়ম নীতি নেই তো জানা ।
দু'দেশেতে রয়ে গেছে
আত্মীয় ও আপনজন
করতে দেখা নিকটজনের
ভিসা লাগে জানি এখন ।
সীমা থাকে সুরক্ষিত
অনুপ্রবেশ নাহি ঘটে
পাখির বেলা একটা রীতি
খুব প্রয়োজন আছে বটে ।
যাঁরা থাকেন পাহারাতে
তাঁরা থাকেন মিলেমিশে
জনগণের জন্য তবে
কড়া আইন হচ্ছে কীসে!
দু'পারেতে তো একই ভাষা
বাংলামায়ের সোনার বুলি
সেই কথাটা আমরা তবে
খুব সহজে যাচ্ছি ভুলি ।