পুকুরজলে ঝিলিক মারে রোদের কিরণ সোনা
তাই না দেখে খুকুমনির মনটা যে আনমনা l
বইটা নিয়ে পড়তে বসে খুকি সাতসকালে
হাওয়ায় নাচে জলের ঢেউ ছন্দ সুরে তালে l
সেই সুরেতে মনটা খুকির উড়ছে আকাশ পানে
বই খাতা আর কলমটা যে হারায় তাদের মানে l
মেঘের কোলে মনটা দোলে সুরে নাচে দেহ
আশপাশেতে এমন দৃশ্য দেখল নাকো কেহ l
কেবল যখন বেলা বাড়ে চানের ডাকটা আসে
বাবার সাথে পুকুরে নেমে রৌদ্র জলে ভাসে l
পুকুর আকাশ মেঘ বাতাস শরীর দিয়ে চাখে
ধরার যতো মধুর জিনিস সব গায়ে মাখে I