ভাঙাচোরা মাটি স্বপ্ন দেখে স্বচ্ছ জল কুণ্ডলী
পাকিয়ে ধোঁয়া হয়ে উঠে যায় কোন দূরে l
ঘুমন্ত মানুষ অভ্যর্থনা পেয়ে হারিয়ে যায়
ওক গাছের পেছনে দম বন্ধ করে l
গ্রামের জঙ্গল কালি মেখে নীল হয়ে উঠে
আগুন নামে শপথ করে ঢেউ খেলানো ঘাস l
অদৃশ্য শরীরস্মৃতি রাত্রির হিমভাঁজে
শুকিয়ে কাঠ হয়ে রাত্রির ঝলক দেখে l
স্মৃতিহীন মৃত্যু এখানে নদীর জলধারায়
মাটির চাঁদে অন্ধকার খেয়ে ফেলে l
মৃত্যু এখানে অসময়ে গাছের ভাঁজে
আঁশটে গন্ধে রক্ত মাংসের জঙ্গল নির্মাণ করে l