ছোট্ট খুকির রাগ হয়েছে কথা বলছে নাতো
বাবা কেন অফিস ফিরে কথা রাখে নাকো l
কাল রাতে সবার সামনে হলো পাকা কথা
বাবা এসে টিফিন করবে খুকি রাঁধবে যা, তা l
দুপুর থেকে তাই খুকির কাজের বিরাম নেই
নুড়ির ভাত আর ঘাসের ঝোলে খাটুনিটা সেই l
সজনে পাতার ভাজা সঙ্গে, হলুদ বালি মাখা
স্বেচ্ছাসেবক পুতুলদলে জ্বালিয়ে দিলো আখা l
মাটির মশলা সব কিছুতে অভাব কিছু নেই
খাটিয়ে মাথা গিন্নি রাঁধে খোশ মেজাজেই l
মা যেমন রাঁধেন বাড়েন পুরো দিয়েছে টুকে
ছোট্ট তার বাসন কোসন খেলনা উনান ফুঁকে l
ট্যাপ থেকে জল নিয়েছে উঠান থেকে ঘাস
মিনি বিড়াল সাথে সাথে দিয়েছে বিশ্বাস l
মনটা দিয়ে রাঁধল খুকি বাবা বলে কথা
বাবা যদি কথা ভাঙ্গে দুঃখ রাখবে কোথা ?
খুকিকে এত খাটিয়ে নিয়ে বাবা খেল মায়ের
খুকির রান্না বাতিল কেন, কে নিবে কেস দায়ের ?
মা যদি হয় শত্রু এমন বাবার মন ভুলায়
খুকিকে তারা ভালোবাসে না, তার রান্না ধুলায় !
ধুলার রান্না ধুলায় গেলো কার ক্ষতি কি ?
বাবার জন্য দেখ্ দেখে যা, খাদ্য রেঁধেছি l
তাই তো খুকি রাগ করেছে মুখ ফুলেছে ঢোল
নুড়ির ভাত কে খায় এখন, আর ঘাসের ঝোল ?