এই আসরটি বাংলা ভাষার l আসরের নামেই তা স্পষ্ট l স্বরচিত বাংলা কবিতা প্রকাশ করাটাই এখানে রীতি l ইংরাজি ভাষায় কবিতা প্রকাশ বিষয়ে আসরের নিয়মানুবলীতে স্পষ্ট করে কিছু বলা নেই l তবে বিভিন্ন সময়ে এডমিন মহাশয়ের করা মন্তব্যে জেনেছি অনেক অনেক বাংলা কবিতা প্রকাশের ফাঁকে একটি ইংরাজি কবিতা প্রকাশ করলে আপত্তি নেই, কিন্তু তা কখনো নিয়মিত করা যাবে না l
এখানে প্রশ্ন অনুবাদের l আসরের প্রেক্ষিতে অনুবাদ দু ধরনের হতে পারে l  
১) অন্য কোনো কবির অন্য কোনো ভাষার কবিতা বাংলায় অনুবাদ করে আসরে তা প্রকাশ করা l
২) আসরে প্রকাশিত বাংলা কবিতাকে অন্য ভাষায়, যেমন ইংরাজিতে অনুবাদ করে আসরে তা প্রকাশ করা l
এই বিষয়ে গত ২৯-১২-২০১৭ তারিখ প্রকাশিত কবি অর্ক রায়হান এর একটি আলোচনার পরিপ্রেক্ষিতে মাননীয় এডমিন বললেন, এটি করা যেতে পারে, কিন্তু তা করতে হবে আলোচনা পাতায় l "মূল কবিতা সহ অনুদিত কবিতাটি আলোচনা সভায় প্রকাশ করতে পারেন আনুষঙ্গিক আলোচনামূলক বক্তব্য যোগ করে।" শ্রদ্ধেয় কবি প্রণব মজুমদার মহাশয়ও বিষয়টি অনুমোদন করেছেন দেখলাম l তবে এটি কবিতার পাতায় নাকি আলোচনা পাতায়, কোথায় দেয়া সঙ্গত সেই বিষয়টি তাঁর মন্তব্যে আসে নি l উভয়েই তাঁদের মন্তব্যে যে বিষয়টি উল্লেখ করেছেন তা হলো অনুবাদ মৌলিক হতে হবে, অর্থাৎ যে কবি অনুবাদ তাঁর পাতায় প্রকাশ করছেন, অনুবাদটি তাঁর নিজের দ্বারা করা হতে হবে l
দ্বিতীয় ধরনের অনুবাদ অর্থাৎ আসরে প্রকাশিত বাংলা কবিতাকে ইংরাজিতে অনুবাদ করে আসরে তা প্রকাশ করা - এই কাজটি গত ২৯-১২-২০১৭ তারিখ আমি করেছি l আসরের তরুণ কবি এইচ আই হামজা রচিত "সুদিঠির কাছে নিঃশর্ত ক্ষমা চাই" কবিতাটিকে ইংরাজিতে অনুবাদ করে মূল বাংলা কবিতা সহ ইংরাজি অনুবাদটি প্রকাশ করেছি কবিতার পাতায় l তার সঙ্গে কবিতাটিকে কেন্দ্র করে কোনো আলোচনা ছিল না l কবিতাটি গত ৩০-০৮-২০১৭ তারিখ আসরে প্রকাশিত হয়েছিল l  ঐদিনই কবিতাটির ওপর আলোচনা প্রকাশ করেছিলাম l তাই এখন আর আলোচনায় যাই নি l
ইংরাজি অনুবাদটিকে দেখলাম আসরের কিছু কবি অনুমোদন করেছেন l যার কবিতা, সেই কবি এইচ আই হামজাও আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন l প্রিয় এক কবি এই প্রয়াস চালু রাখতে বলেছেন l কিন্তু আমি নিজে সংশয়ে ছিলাম যে কাজটি আসরের নিয়মানুযায়ী সঙ্গত হয়েছে কি না l মন্তব্যের উত্তরে আমি সেই বিষয়ে সংশয় প্রকাশও করেছি l
কবি অর্ক রায়হানের আলোচনার উত্তরে মাননীয় এডমিনের মন্তব্যে এটুকু বুঝলাম, অনুবাদটি মূল কবিতা ও আলোচনাসহ আলোচনা পাতায় প্রকাশ করা ঠিক হতো l
আসরের সকল কবিবন্ধুকে আগত ইংরাজি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই ! প্রার্থনা করি সকলের খুব ভালো কাটুক নতুন বছর l সবাই ভালো থাকুন l