আমি থেকে ভাবনা যেদিন আমরা হলো
নিজের থেকে অনেক বেশী আপন হলো
তার সুখেতে নিজের দুঃখ যায় মিলিয়ে
তার দুখেতে আপন সুখ যায় হারিয়ে l
একটু হাসি দেখবে বলে পাহাড় চড়ে
পরশটুকু পাবার জন্য সাগর পারে l
আপন সকল তার-ই সাথে যায় মিলিয়ে
জগৎ জোড়া প্রেম ভাবনা দেয় বিলিয়ে l


তার ভাবনায় সব ভাবনা এক একাকার
দেহে মনে তৃষ্ণা ফোটে কই দেখা তার ?
বৃষ্টি আসে বাতাস যে বয় তারই সে দূত
মেঘের কোলে লুকিয়ে সে রয় প্রেম অবধূত
প্রকৃতি মাঝে ফুল ফোটে প্রেমের সে জয়
ভালোবাসা এগিয়ে চলে অজর এবং অক্ষয় l