ফাগুনের রঙ রাস্তায় ছড়িয়ে
বাতাসে সাদা কালো আবির l
কচি মুখগুলো ক্লান্তি দূর করে
উৎসব করে, দুহাতে উড়িয়ে l


দশ বছরের প্রস্তুতি সূক্ষ্ম অতি সূক্ষ্ম
সাদা কালো অক্ষরে, স্বল্পাকার কাগজে l
লক্ষ্য নম্বর, কমপক্ষে পাশ l
মাথায় না হোক শরীরে, কোটরে কোটরে
আয়োজন l প্রশ্ন যাই হোক, যা এসেছে সঙ্গে,
কিংবা তাৎক্ষনিক প্রাপ্তি, সব উত্তরপত্রে l
জাতির মেরুদণ্ডের পন্ডশ্রম নজরদারি
উর্দিধারীদের দৌড়ঝাঁপ আস্ফালন l
শাস্তির অভাব l বেপরোয়া অসদুপায় l


শুভকাজে বিঘ্ন নয় ! ইমারতে ইঁট সাজে !
স্কুলের চেয়ার, বেঞ্চ, ফ্যানের শহীদত্ব প্রাপ্তি l
আর প্রহসনের শেষে শুরু দোল,
বিদ্যালয় প্রাঙ্গণে, রাস্তায়, ঊর্ধ্ববাহু l
সাদা কালো আবির উড়ে মুঠা মুঠা l


জাতির ভবিষ্যৎ অকালদোলে
বর্তমানকে দূষিত করে আগামীর স্বপ্ন দেখে l