জীর্ণ শীর্ণ দীর্ণ আমি কালের আঘাত কারণ
তবু ধন্য আমি ধারণ করি মহাদেবের চরণ
মাথায় আমার ছাত ধরেছে আদ্যিকালের গাছ
প্রাচীরসকল আঁকড়ে আছে শিকড়বাকড় ধাঁচ
এই এখানে পূজা চলে পাঁজিপুঁথি ধরে
ভক্ত স্বজন দুধ ঢেলে দেয় শিবের মাথার পরে
কাঁসরঘন্টা বাদ্য বাজে ব্যোম ব্যোম রব ওঠে
চড়ক মেলা এই কাছেতে কচিকাঁচারা ছোটে l
মানত করে কুমারী সব শিবের মতো বর
আপনভোলা চরণধুলা নেইকো আপন পর
পার্বতীকে ভালোবেসে শিবের প্রলয় নাচ
চড়কপূজা গাজন নৃত্য ছাই ভষ্ম সাজ
আমার ভেতর ঠাঁই পেয়েছে দেবের অধিক দেব
তাই অবহেলা অনাদরে নাইকো আমার খেদ l