চাঁদ তারা পাখি রে
পোড়া এই আঁখি রে
রঙ রূপ গান যতো তোর
খেলে যায় মেলে যায়
আপনকে ঢেলে যায়
আমার ভাঙে না তবু ঘোর l


দেখি এই মাটি জল
মরা নদী দলদল
খেটে খায় মানুষ স্বজন
দিনদিন প্রতিদিন
হাসি গানে হয় লীন
কথা পায় কবিতা আপন l