বিচারের প্রার্থনা নিয়ে দাঁড়িয়ে রয়েছ
বিচারক, আসামী, বাদী বিবাদীর উকিল
এবং সেই ভিড়ে তুমি বিচারপ্রার্থী l


যাদের নিয়ে শুনানী চলছে
সময়ের ফেরে তাদের অনেকে দেহাতীত,
তবু বিচার চলছে l


অনেক আবর্জনা ঘুমের ভেতরে বন্দী
স্বপ্ন দেখছে সবাই
তুমি স্বপ্ন দেখো বিচারের, অভিযুক্ত মুক্তির
আর উকিল দেখে কাঁড়ি কাঁড়ি টাকা l


এভাবেই একটা সভ্যতা চলে
ইতিহাসে কতো সাম্রাজ্য গড়ে উঠলো
আবার মিলিয়ে গেলো বিচারের পথ ধরে l


নুড়ি পাথর কতো উজ্জ্বলতায় শোভা পায়
আলোকিত করে রাজমহল
জীবিত ও মৃতের মাঝে এক নদী প্রশ্ন
সুখের রাস্তায় অদৃশ্য অনেক ব্যথা যন্ত্রণা l


রোদ্দুরের স্মৃতি আড়াল করে রেখেছে রহস্য
ছুরির মতো গোপনে প্রবেশ করে ভয়
কপর্দকহীন স্বেচ্ছায় আহবান করে মৃত্যু
আহ্বান করে খাঁচা
খাঁচার সোনালী ঔজ্জ্বল্যে প্রিয় অসুখ l