কবিতা ছড়া মিষ্টি স্বরে
মিষ্টি শুধু ? কড়া করে
অল্প কথায় অনেক কথা
কতো হাসি কতো ব্যথা
যুগ থেকে যুগান্তর
মন এবং মনান্তর
গভীর গহন চিন্তারাশি
দীপ জ্বেলে যায় অহর্নিশি l


কেমন বাঁচা ভুবনমাঝে
মানবভৃত্য মানবরাজে
শোষণ শাসন সমানতালে
দিনবদলের হালচালে
প্রেম বিরাগের নানান ডালি
দুঃখমাঝে সুখের ফালি
সকল কিছু পড়ে ধরা
কবিতা ছড়ায় হয় গড়া l