বললো শিশির দুঃখ মনে আর ক'টা দিন আছি
শীতের শেষে ফিরবো দেশে বাড়ির কাছাকাছি ।
আসছে বছর থাকলে বেঁচে আসবো আবার ফিরে
বাংলা মায়ের গাছগাছালি শীতল নদীর তীরে ।
থেকো সবাই শান্ত হয়ে লক্ষ্মী ছেলের মতো
রেখো মনে আমার কথা সঙ্গ যাপন যতো ।
সাতসকালে মণিহারে সাজিয়ে দিতাম ঘাস
গাছের পাতা সবুজ যতো আমার নিজ বাস ।
ফোঁটার দিনে কিংবা পূজায় পূজার থালী ভরে
বোনেরা সব তুলতো হাতে বড়ো আদর করে ।
বেলা হলেই মিশে যেতাম মেঘ বাতাসের দেশে
সুয্যি মামা দিলে হানা বায়বী রূপ বেশে ।
এমন খেলা খেলবো আবার পরের বছর বেশ  
তোমরা সবাই ভালো থেকো জ্ঞাতি বন্ধু দেশ ।