দৃপ্ত দহন জ্বালা পুড়িয়ে খায় সভ্যতার অহমিকা
বিরোধ আগুন কারান্তরালে রাতের প্রহর গোনে
ফুল মালা কথায় সুরে চেতনায় করে আঘাত
বিদ্রোহী বিষের বাঁশি যুগকে করে সচকিত l


কবিতায় গানে বিদ্রোহের স্বরলিপি রচিত ইতিহাসে
যুগযন্ত্রণা আজও কুরে খায় মানুষের বাঁচার আনন্দ
আজও স্বরলিপি চায় মানুষ দাড়াঁনোর প্রয়োজনে
বিদ্রোহী তুমি মুখ খোলো আজকের কবির কণ্ঠে  l


সাম্যের বাণী, প্রেমের সুর, বিরহবেদনা অসি ঝঙ্কার
লিঙ্গসমতা, বাংলার লেটো গান, ধর্মাধর্ম বোধ
বিশ্ব ভ্রাতৃত্ব চেতনা, দারিদ্র্য বন্দনা, তার সাধনা
কণ্টক মুকুট পরিধান, সাথে কিশোর অন্ত প্রাণ l


স্বাধীনতার পরশে চেতনার সংবেদী মরম বোধশূন্য  
শূন্য ডালা শুকনো ফুলের মালা অপমান পুরস্কার
নীরব কবি, তার নীরবতা সব কবিতায় সংক্রামিত
নির্বাক কবিকুল অপ্রতিহত অন্যায় গতিময় দুর্বার l


নীরব কবি ! অগ্নিবীণার ঝঙ্কারে জেগে উঠুক বিশ্ব
বিষের বাঁশি বেজে উঠুক আজ প্রতিটি হৃদয় মনে l