এল এক বাড়ী করে এক গাড়ি কি বিশাল ছাগ এক !
তাকিয়ে সবাই বিস্ময়ে তাই জুটে যায় গ্রাম এক l
বাড়িতে সবার আছে সার সার গরু-ছাগ ঘর ভরা
কিন্তু এ কি যে এত বড় নিজে চোখ সব ছানাবড়া l
কাজ জুটে যায় সব মাঠে যায় পেয়ে যায় ঘাস-পাতা
তার সাথে জল আর পাকা ফল দেয় সবে এটা ওটা l
ভাত ডাল রুটি সবজি পা-রুটি কিছুতে না নাই তার
গরীবের গাভী হরিণের মাসী লম্বা কর্ণ তার l
খায় ছোলা ভিজে আর সব কি যে মেলে নয়নের সুখ
ছেলে বুড়ো সবে হুল্লোড়ে রবে ছাগটার দেখে মুখ l
ছাগলের রাজা পায় সবে মজা উচ্চতা চার ফুট
রাস্তায় ছোটে ঘোড়া তবে বটে ছাড়া পেলে দেয় ছুট l
একটা ছাগলে রাখে যে আগলে আর সব চুনোপুঁটি
পথ ধরে যায় মেজাজটা পায় ছেলেদের হুটোপুটি l


এত যে আকার হল কি বিকার অসুখেতে পড়ে ছাগ
কোথা ডাক্তার সব অবিকার মাংসের হলো ভাগ l
এত ভালবাসা এত কাছে আসা উদরে পাইল স্থান
রামছাগলেরে লুটে জগতেরে বুদ্ধির পালোয়ান l