মনসার পালাগান - বিষহরি নাম l
আজকের কথা নয়ত, পঞ্চাশ বছর হয়তো
পিছে যাই চলে, ছিলাম ছোট ছেলে l
মনসার পালা গান, ছটপট করে প্রাণ !


মাঝে মাঝে হত রাত অবিরত
পড়াশোনা শেষে ভীড়দলে মিশে
দিদিমাকে নিয়ে লন্ঠন বয়ে
গ্রামে কিবা দূরে হাঁটি হাঁটি করে
মনসা পালায় ভিড়, আসন সুনিবিড় l
সঙ্গীত সাথে গল্পটা হাঁটে
দেবী চান পূজা, অ-রাজি চাঁদ সদা l
বেহুলা সে সতী কত তার ক্ষতি
ভেলায় যান ভেসে স্বামী ভালবেসে
সদয় অন্তর্যামী সতীগুনে পান স্বামী l
পালাখানি জুড়ে সংস্কার মুড়ে
যদি দংশন দৃশ্য তবে প্রাণদান অবশ্য l


সেই সব দিনে বিজ্ঞান বিনে
বিনোদন ছিলো অল্প, তাই মনসার গল্প
গ্রাম ভেঙ্গে লোকে শুনত, রাত জাগত l
আজকের যুগে বিনোদন বিপ্লবে
অজ পাড়া গ্রামে প্রযুক্তি নামে
আনন্দ মেলে সস্তায়, ভরা বস্তায় l


মনসার গান শিশু অন্ত প্রাণ l
অন্তর-কথা চিরন্তন ব্যথা l
আজকের দিনে সমাদর বিনে
চলে খুঁড়িয়ে, দাম হারিয়ে !