বটু কাকা রোজ ভোরে ঘুম থেকে উঠে
পথ ধরে দশ কিমি সোজা যান ছুটে l
পরনে গেঞ্জি প্যান্ট লাল সাদা জোড়া
কালো এক জোড়া জুতা বড়ো মনোহরা l
ধবধবে সাদা রঙ সাহেব মতন
ছুটে যান গটগট হাসিখুশি মন l
থলথলে দেহ তার থপথপ দোলে
একমনে হেঁটে যান সব কাজ ভুলে l
সেঞ্চুরি পার হয়ে ওজন কাকার
বেড়ে যায় অনেকটা, দেহ তোলা ভার l


সেই থেকে হাঁটা ধরে কমান ওজন
গত তিন মাসে কমে প্রায় আধ মন l
ওজনটা কমে গিয়ে ফুরফুরে দেহ
এত খুশি কোনোদিন হন নাই কেহ l
মনে খুশি উড়ে যান ফরফর করে
কিছুটা ছোটার পরে ধড়পড় করে l
বয়স ষাটের বেশি মনে পড়ে যায়
শরীরে ধকল নয় লোকে বলে প্রায় l
মাঝে মাঝে বসে পড়ে বিশ্রাম নেন
কোনোদিন সোজা বাড়ি ভাড়া করে ভ্যান l
৮০৪