প্রেমকে দোসর করে এগিয়ে চলি
কখনো আলোর পথে, আবার অন্ধকারের পথে
যদি প্রেমে ভরসা থাকে
তাহলে আলোই কি, আর অন্ধকারই বা কি ?
একই ক্যানভাসে যখন চিত্রিত
তখন মুখোমুখিই কি, আর বিপরীতমুখীই বা কি ?
প্রেম যদি আলো তবে অন্ধকার বা আলো
দুটোই তো ভালো
একই দিকে ছুটি বা বিপরীত দিকে
মিলি তো শেষে বাহুবন্ধনেই
পিঠে বাঁধা শিশুর মতো সম্পর্ক
আলো আঁধারের রূপ ধরে সহযাত্রী
প্রেম আসে, তাকে ঘিরে স্বপ্ন উঁকি মারে, তোলপাড় হৃদয়ে
সে তো আলোকে আড়াল করে আঁধারের সন্তর্পণ খেলা