বড়ো বড়ো বিপ্লবে ছোট ছোট বলি
বড়ো কিছু পেতে গেলে বলি কিছু অলি l
পৃথিবীর ইতিহাসে বারবার দেখা
কতো কতো সংগ্রামে কতো কিছু শেখা l
ময়দানে যুদ্ধে কতো প্রাণ ঝরে
শহীদের রক্তে বুনিয়াদ গড়ে l
জ্বালাময়ী কথা ঝরে শোনে প্রাণমন
গুলি লাঠি সব সয় ব্যথা উপশম l


শেষমেষ টেকে যারা, ক্ষমতার কেন্দ্রে
দপ্তর বেঁটে যায় আপনার রন্ধ্রে l
পরিবারতন্ত্রে ভরে যায় দপ্তর
ঘস ঘষ লেখা চলে প্রগতির মন্তর l
শোষণে ও পোষণে, কল্যাণে মিশে যায়
যারা বলে হক কথা তারা সব পিছু যায় l
ক্ষমতার ভক্ত দল ফেলে ধরে দল
নতুনের সমাদর পুরানোর কোন্দল l