আমাদের ছোটো নদী- কুলিকের বুকে।
দড়ি ধরে পেরোয় তা চাঁদ ঝুঁকে ঝুঁকে ।
জুতো জোড়া হাতে নিয়ে মুখজোড়া হাসি
পায়ে পায়ে এগোয় সে খুশি রাশি রাশি ।
নদীজল টলটল রোদ এসে খেলে
দুইপারে বন তার মাছ ধরে জেলে ।
অতল জলেতে তার ডুবে গেছে পা
প্যান্ট তুলে দড়ি ধরে বাঁচিয়েছে গা ।


ঘোলা জলে মাছ ধরে কতো কতো নর
একা সে প্রকৃতিমাঝে হয় সড়গড় ।
কখনো পাহাড়ে যায় ট্রেকিং এর কিং
শিশু যায় বুড়ো যায় ভেঙে নিয়ে শিং ।
ভূগোলের পাঠ নেয় কতো বই থেকে
সেই পাঠ বিলোয় সে জনে জনে ডেকে ।
ভূগোলটা আছে জেনো প্রকৃতির মাঝে
পাততাড়ি নিয়ে চলো সকালে বা সাঁঝে ।
ইসকুলে খেলা মাঠে ফাংশনে আছে
চাঁদ ওঠে সবখানে সকলের কাছে ।


একবার বিতর্কে নোটবন্দীতে
বনামের উদ্যোগে ইনস্টিটুটে
যা কিছু বলেছি সব ভিডিওটা করে
ফেসবুকে ছেড়েছিলো অবিকল ধরে ।
যেখানে যা কিছু হোক সবকিছু ধরে
আলোকিত করে যায় এক এক করে ।
এইভাবে কেটে যায় দিনগুলি ভালো
নিজে জ্বলে ছড়ায় সে প্রকৃতিতে আলো ।